Sunday, July 27, 2025

লেক থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, আটক ৭ সহপাঠী

আরও পড়ুন

চাঁদপুর শহরের রেলওয়ে লেক থেকে আল-আমিন (১৭) নামে সদ্য এসএসসি পাস করা এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে লেকের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আল-আমিন এবার চাঁদপুর গনি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে। তারা শহরের মমিনপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আল-আমিন বাসা থেকে বের হয়ে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠসংলগ্ন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ এর সামনে লেকপাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিল। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে হঠাৎ করে তাকে লেকের পানিতে ভাসতে দেখা যায়।

আরও পড়ুনঃ  মিডফোর্ডের ঘটনায় জামায়াত আমিরের স্ট্যাটাস

স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর আল-আমিনের সঙ্গে থাকা ৭ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অতিরিক্ত পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত জানেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ