Sunday, July 27, 2025

পাথর মেরে হত্যা, শাস্তি দাবি করে একই স্ট্যাটাস রাকিব-নাছিরের

আরও পড়ুন

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে পাথর দিয়ে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ শুক্রবার (১১ জুলাই) সামাজিক মাধ্যমে নিজ নিজ আইডিতে দেওয়া পোস্টে এ দাবি জানান তারা।

ফেসবুক পোস্টে তারা লেখেন, ‘চকবাজারের খুনের ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নাই। খুনি সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তদন্ত ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কোনো গাফলতি করা যাবে না। খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

আরও পড়ুনঃ  হঠাৎ মধ্যেরাতে সারজিস আলমের ফেসবুক পোস্ট, অতঃপর যা জানা গেল

তারা আরও লেখেন, ‘ভিকটিম পরিবারকে আইনি সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করতে হবে। বিএনপি ও বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনীতি সংশ্লিষ্ট যারা আছেন আপনারা কেউ কোনো ধরনের অপরাধীকে প্রশ্রয় দিবেন না। দলীয় পরিচয়ের আড়ালে যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে চায় আমরা তাদের প্রতিহত করব।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ