Sunday, July 27, 2025

দেশে ফিরেই গ্রেপ্তার আ.লীগের কেন্দ্রীয় নেতা

আরও পড়ুন

আমেরিকা থেকে দেশে ফিরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তারেক শামস খান হিমু। 

সোমবার (১৪ জুলাই) ভোরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু ২০২৪  সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) হয়ে অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার, সংশোধন) আইনে নাগরপুর থানায় মামলা হয়। তিনি দীর্ঘ দিন ধরে গ্রেপ্তার এড়াতে আমেরিকায় আত্মগোপনে চলে যান। তিনি আমেরিকা থেকে সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে নাগরপুর থানায় সংবাদ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  থাকা-খাওয়ার খোঁটা দেওয়ায় দুই শিশু সন্তানসহ ভাবিকে হত্যা করেন নজরুল

নাগরপুর থানা পুলিশ তারেক শামস হিমুকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ