Sunday, July 27, 2025

জামায়াতের নতুন ৪টি কর্মসূচি ঘোষণা

আরও পড়ুন

জামায়াত-শিবির নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় নির্দেশনা: সংঘাত এড়িয়ে চলার আহ্বান

ঢাকা: কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে চার দফা গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংঘাত এড়িয়ে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশনাগুলো নিম্নরূপ:

১. বিএনপির সঙ্গে সংঘাত এড়িয়ে চলা:
জামায়াত ও শিবির নেতাকর্মীদেরকে বিএনপির সঙ্গে কোনো ধরনের সংঘাতে না জড়াতে বলা হয়েছে। উভয় সংগঠনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা উত্তেজনা যেন না সৃষ্টি হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় ছাত্রদল সম্পাদকের প্রতিক্রিয়া

২. সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীলতা:
ফেইসবুকসহ যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা গণমাধ্যমে জামায়াত-শিবিরের কোনো নেতা বা কর্মী যেন উস্কানিমূলক বা সমালোচনামূলক পোস্ট না করেন, সে বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

৩. প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা:
প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে অন্য কোনো দলের দায় জামায়াতের উপর আরোপ করা না যায়।

৪. মিছিল-সমাবেশ বিষয়ে নির্দেশনা:
আপাতত সকল প্রকার মিছিল-সমাবেশ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন্দ্র ঘোষিত ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে মিছিল বা র‍্যালির আয়োজন করা যাবে।

আরও পড়ুনঃ  বিএনপিতে শৃঙ্খলাভঙ্গ সাড়ে ৪ হাজার নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে এই নির্দেশনাগুলো অধস্তন সকল শাখা ও ইউনিটে দ্রুত পৌঁছে দিতে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ